মেহেরপুর নিউজ,০৯ মে: মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগিয়েছে ইউপি সদস্যরা। মঙ্গলবার দুপুরে বিক্ষুদ্ধ ১২ জন ইউপি সদস্য তালা ঝুলিয়ে দেন। এসময় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের অপসারনের দাবি করেন তারা। ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ‘বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে টিআর (টেষ্ট রিলিফ) কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কর্মসৃজন প্রকল্প, বয়স্ক ও বিধাবা ভাতার অর্থ লুটপাট করেছে। কোন ইউপি সদস্যদের সাথে সমন্নয় না করে সেচ্ছাচারিতার মাধ্যমে লুটপাট করেছেন চেয়ারম্যান। এসব অভিযোগে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এ সমস্যার সমাধার না হওয়া পর্যন্ত তালা খোলা হবেনা।’ সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য বিউটি খাতুন অভিযোগ করে বলেন, ‘তার নামে কল্যানপুর-করমদী এলাকার একটি রাস্তার এইচবিবি করন প্রকল্পে ২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অথচ এ বিষয়ে তিনি কিছুই জানেননা।’ সদস্য জয়নুদ্দীন জানান, ‘ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সেচ্ছাচারিতার মাধ্যমে ১শ’ দিনের প্রকল্পের টাকা লুটপাট করেছে। এছাড়া বয়স্ক ও বিধবাভাতা ইউপি সদস্যদের না জানিয়ে অর্থের বিনিময়ে দুস্থদের বাদ দিয়ে নিজের লোকজনের মধ্যে ভাগবাটোয়ারা করেছেন। ১ বছর পার হলেও আজও প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়নী। ইউপি সদস্যদের তোয়াক্কা না করেই অজ্ঞাত শক্তির আড়ালে সেচ্ছাচারিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন।’ সদস্য বজলুর রহমান জানান, ‘বর্তমান পরিষদ দায়িত্ব নেওয়ার পর চেয়ারম্যান একক সিদ্ধান্তে পরিষদ পরিচালনা করেন। সরকারী উন্নয়ন প্রকল্প লুটপাট করার কারনে অবশেষে কার্যালয়ে তালা দিতে বাধ্য হয়েছেন তারা।’ তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি কোন অনিয়ম করিনি। কিছু সংখ্যক আওয়ামীলীগ পন্থী ইউপি সদস্য তার বিরুদ্ধে অপপ্রচার করছে।’ গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান জানান, ‘তালা মারার বিষয় টি তিনি শুনেছেন। এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’