টপ নিউজ

গাংনীর ট্যাংরামারীতে হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসা ছাত্র উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 15, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের ট্যাংরামারী পাড়ায় অবস্থিত ট্যাংরামারী মাদ্রাসা ও হিফজখানার তিন তলার ছাদ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওয়ালিদ হােসেন (৭) নামের এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত ওয়ালিদ পার্শ্ববর্তি হিন্দা গ্রামের মফিজুল ইসলামের ছেলে। ওয়ালিদ হােসেনের হাত-পা ও মুখ বাঁধার কাজের সম্পৃক্ত থাকার অভিযোগে ওই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র সাব্বির হােসেন ওরফে তােতাকে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সাব্বির হােসেন ওরফে তােতা ট্যাংরামারী পাড়ার আশরাফুল ইসলামের ছেলে।

জানা যায়, গাংনী উপজেলার হিন্দা গ্রামের মফিজুল ইসলামের ছেলে ওয়ালিদ হাসান ট্যাংরামারী মাদ্রাসা ও হিফজখানায় ষষ্ঠী শ্রেণীতে লেখা-পড়া করে আসছিল। বৃহস্পতিবার সকালের দিকে ওয়ালিদকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই মাদ্রাসার তিন তলার ছাদে ফেলে রাখে। তার গুমড়ানাের শব্দ শুনতে পায় মাদ্রাসার পাশে বসবাসকারি এক নারী। এসময় মাদ্রাসার শিক্ষকদের জানালে,তিন তলার ছাদ থেকে ওয়ালিদ হাসানকে উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া ওয়ালিদ এর তথ্য অনুযায়ী তাকে হাত-পা ও মুখ বাঁধার সাথে জড়িত একই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র সাব্বির হােসেন তােতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

সাব্বির হােসেন তােতা জানায়, দুজন অপরিচিত যুবক আমাকে ১০ হাজার টাকার লােভ দেখিয়ে ওয়ালিদকে হাত-পা ও মুখ বেঁধে মাদ্রাসার তিন তলার ছাদে ফেলে রাখতে বলে। ওই দুই যু্বক ওয়ালিদের মুখে কস্টেম দেয়ার জন্য আমাকে অগ্রিম ১ শত টাকা দেয়। বাকী টাকা পরে দেবাে বলে জানায়। তাদের কথা মতাে আমি মাদ্রাসার আরেক ছাত্রকে সাথে নিয়ে ওয়ালিদকে বেঁধে রাখি। স্থানীয়দের মনে প্রশ্ন, অজ্ঞাত ওই ব্যক্তিরা কোন স্বার্থে বা কিসের জন্য শিশু-কিশোর ছাত্রদের এমন প্রাণঘাতি প্রস্তাব দিয়েছে? এমন প্রশ্নের উত্তর মিলছে না কারাের কাছ থেকে। বিষয়টি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষও বেশ বিব্রত।

মাদ্রাসা সুপার ফিরোজুল ইসলাম জানান, দীর্ঘ ৫ বছর প্রতিষ্ঠানটি সুনামের সাথে চলছে। এ ঘটনায় তারা খুবই মর্মাহত। যে ব্যক্তি এমন জঘন্য প্রস্তাব দিয়ে ছাত্রদের বিপথে নামিয়েছে। তাকে খুঁজে বের করে শাস্তি দাবি করেন ওই শিক্ষক। এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে মাদ্রাসায় পৌঁছায় গাংনী থানা পুলিশের একটি দল। সেই সাথে ঘটনার ক্লু উদ্ধারে ওই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র সাব্বির হােসেন ওরফে তােতাকে হেফাজতে নিয়েছে। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, বিষয়টি গভীর পর্যবেক্ষণের মাধ্যমে দুস্কৃতিকারীদের খুঁজে বের করার জন্য পুলিশ মাঠে নেমেছে।