অন্যান্য

গাংনীর জোড়পুকুর থেকে পরিত্যক্ত ৪টি বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

February 25, 2015

মেহেরপুর নিউজ,২৫ ফেব্রুয়ারি: মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামের একটি আম বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪ টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাংনী থানার এসআই নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে একটি তুষের ব্যাগের মধ্যে থেকে  বোমা গুলো উদ্ধার করে। এসআই নাসির উদ্দীন জানান,জোড়পুকুর গ্রামের হাবিবুর রহমানের আম বাগানে একটি ব্যাগে বোমা রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাল টেপ দিয়ে মড়ানো ৪ টি তাজা বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমা গুলো পানি ভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে। বোমা উদ্ধার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, নাশতকরার জন্য বোমা গুলো আনা হতে পারে। কারা বোমা রেখেছে তা তদন্ত করা হচ্ছে।