মেহেরপুর নিউজ,২৮ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান বাজার এলাকা থেকে ৯ জুঁয়াড়ী কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ২ টার দিকে বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শুশান্ত ও গাংনী থানার এএসআই আমিনুন ইসলাম তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ১ টাকা জব্দ করে। গ্রেফতারকৃতরা হলেন, ছাতিয়ান গ্রামের পলান মিয়ার ছেলে বাবলু,নুর বকসের ছেলে শহিদুল ইসলাম,জেহের আলীর ছেলে আক্কাস আলী,শুকুর মাষ্টারের ছেলে শরিফ,সামছুর রহমানের ছেলে শহিদুল ইসলাম,ওয়াজেত আলীর বকুল,ফয়েজ আলীর ছেলে আলিফ,সামছুদ্দীন মিয়ার ছেলে আজিজুর রহমান,লুৎফর মিয়ার ছেলে সোহেল রানা।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, ছাতিয়ান বাজার এলাকায় বেশ কয়েকজন জুয়াড়ী জুঁয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অপরদিকে. গাংনী উপজেলার আকুবপুর গ্রাম থেকে ওয়ারেন্ট ভুক্ত ডাকাতি মামলার আসামী রুশনায় কে গ্রেফতার করেছে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সাহাবুদ্দীন। রুশনায় আকুবপুর গ্রামের মুক্তার আলীর ছেলে।