অন্যান্য

গাংনীর ছাতিয়ান থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By মেহেরপুর নিউজ

April 02, 2015

মেহেরপুর নিউজ,০২ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়া এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ আক্কাস আলী মোল্লা নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শুশান্ত সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।

এসআই শুশান্ত জানান,আক্কাস আলী মোল্লা ফেন্সিডিল নিয়ে ছাতিয়ান হাওড়াপাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,মাদক ব্যবসায়ী আক্কাস আলী রাজবাড়ী জেলা সদরের ডিগ্রী চাঁদপুর এলাকার হোসেন মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।