গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা পাট বীজ খামার সংলগ্ন পূর্বের খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সােমবার দুপুরে চিৎলা পাট বীজ খামারের কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করে চিৎলা মাধ্যমিক বিদ্যালয়,চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসি। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন,দীর্ঘ বছর যাবত চিৎলা পাট বীজ খামার সংলগ্ন খেলার মাঠে এলাকার যুবক – কিশােরী-কিশােরীরা খেলাধুলা করে আসছিল। কিন্তু হঠাৎ করে চিৎলা পাট বীজ খামার কর্তৃপক্ষ খেলার মাঠটি দখলের জন্য পায়তারা করছে।
বক্তারা আরাে বলেন,খেলাধুলা খেলার কারণে এলাকার উঠতি বয়সি ছেলেরা মাদকসহ নানা রকম অপকর্ম থেকে দূরে থাকতাে। এভাবে হঠাৎ করে খেলার মাঠ দখল করলে,উঠতি বয়সি ছেলেরা বিপদগামী হয়ে পড়বে। তাই,এলাকার সকলের একটাই দাবি খেলার মাঠ ফিরে পেতে চাই।