মেহেরপুর নিউজ, ১৬ নভেম্বর: মেহেরপুরের গাংনীতে জাহানারা খাতুন (৩০) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার খাসমহল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা খাতুন খাসমহল গ্রামের রেজাউল হকের স্ত্রী ও একই গ্রামের আহমেদ আলী খানের মেয়ে। এ ঘটনায় নিহতের স্বজনরা অভিযুক্ত রেজাউল হককে আটক করে পুলিশে দিয়েছে। নিহতের স্বজনরা জানায়, রেজাউল হক ও জাহানারা খাতুনের মধ্যে গত ১০/১৫ দিন পূর্বে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জেরে জাহানারা খাতুনকে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। ঘটনার রাতে তাকে নিতে আসে রেজাউল। বাড়ি ফেরারপথে তাহাজের পুকুর পাড়ে জাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। রেজাউলের ঘনিষ্ট সূত্র ও স্থানীয়রা জানায়,পরোকিয়া প্রেমের অভিযোগে তিন সন্তানের জনক জননী রেজাউল ও জাহানারার মাঝে প্রায় প্রতিনিয়ত বিবাদ লেগেই থাকতো। পরোকিয়া প্রেমের কারনে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান,জাহানার খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে হত্যার রহস্য উৎঘটন করা সম্ভব হবে। তবে এ মূহুর্তে মৃত্যু’র কারন সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছেনা।