গাংনী অফিস-
২৯/০৩/১০ সোমবার কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খলিসা কুন্ডি ও আকুবপুর গ্রামের মাঝ খানে সড়ক দুর্ঘটনায় এক মোটর সা্ইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে গাংনী উপজেলার কুমারী ডাঙ্গা গ্রামের মোঃ আব্বাস আলীর ছেলে মোঃ সাইফুল আরেফিন (রতন) প্রত্যক্ষর্দশীরা জানান মোটর সাইকেল চালক খলিসা কুন্ডি হতে বামুন্দী যাচ্ছিল অপর দিকের মেহেরপুর থেকে ছেড়ে আসা বাস টি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে জানাই ২৯/০৩/১০ সোমবার দুপুর ১.৩০ মিনিটে মাসুদ এন্টার প্রাইজ নামে একটি বাস যার রেজিঃ নং-রাজশাহী -ব ১৮৮৭
মোটর সাইকেল কে চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয় । দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেল চালকের মৃত দেহ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েদেন । ঘাতক মাসুদ এন্টার প্রাইজ এর ড্রাইভার মোঃ নুরুল ইসলাম কে আটক করতে পারেনি পুলিশ।