মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মেশানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা ৯০ টন কাঁচা আমের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। ।
আজ মঙ্গলবার দুপুরে জেলার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম এর উপস্থিতিতে পরীক্ষা নিরীক্ষা চালান বিএসটিআই কর্মকর্তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফলাফল জানা যায়নি।
উল্লেখ্য, সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদে ভিত্তিতে কাজিপু্র গ্রামের মাঠ পাড়ার আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৮৮৭টি ড্রামে ভর্তি ৯০ টন কাঁচা পাওয়া জব্দ করা হয়। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে আমগুলোতে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মেশানো হয়েছে।
বিষয়টি আরও পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিএসটিআই খুলনা অফিসের সহযোগিতা চাওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে বিএসটিআই কর্তৃক পরীক্ষার পর ভ্রাম্যমাণ আদালতের রায় দেয়া হবে।