মেহেরপুর নিউজ,১১ আগষ্ট: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর মাথাভাঙ্গা নদীতে নৌকা ডুবিতে তুসার (২৩) নামের এক কৃষক নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে নদী পার হওয়ার সময় নৌকা ডুবির ঘটনা ঘটে। এঘটনায় নিখোঁজ তুসার কে উদ্ধারে স্থানীয় ভাবে তৎপরতা চালাচ্ছে।
নিখোঁজ তুসারের চাচা হাজী ইন্তাদুল হক জানান, তুসার মাঠের কাজ শেষে নৌকা যোগে নদী পার হওয়ার সময় আকস্মিক ভাবে সেটি ডুবে যায়। তার পর থেকে তুসার নিখোঁজ রয়েছে। স্থানীয় লোকজন নদীর বিভিন্ন স্থানে তল্লাশী চালাচ্ছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,উদ্ধার তৎপরতা অংশ নিতে স্থানীয় পুলিশ ক্যাম্প কে বলা হয়েছে।