বিশেষ প্রতিবেদন

গাংনীর কাজিপুরে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 23, 2015

প্রেস বিজ্ঞপ্তি,২৩ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে বিজিবির সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিনের কাজিপুর বিওপিতে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন কর্নেল হ্লা হেন মং, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, কুষ্টিয়া এবং বিএসএফ এর পক্ষে বহরামপুর সেক্টরের ডিআইজি জে কে রোদেলা। বৈঠকে বিজিবির পক্ষে লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ, জি+, অধিনায়ক, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, লেঃ কর্নেল এসএম মনিরুজ্জামান, বিজিবিএম, অধিনায়ক, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, জি+, অধিনায়ক, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নসহ সেক্টর সদর ও ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও কোম্পানী কমান্ডারগণ উপস্থিত ছিলেন। ভারতীয় দলে ডিআইজি এর সংগে ০৩ জন কমান্ড্যান্ট ও কয়েকজন স্টাফ অফিসার অংশগ্রহণ করেন। উক্ত পতাকা বৈঠক নিয়মিত ও সৌজন্যমূলক হলেও বৈঠকে মাদকদ্রব্য চোরাচালান বন্ধ, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র প্রবেশ রোধসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নানাআলোচনা হয় এবং উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার ব্যাপারে সকলে ঐক্যমত হয়।

Upload Files