অন্যান্য

গাংনীর কাজিপুরে পুলিশকে লক্ষ্যে করে মাদক ব্যবসায়ীর বোমা হামলা ।। বোমা ও ফেন্সিডিল উদ্ধার।। পুলিশ সহ আহত – ২

By মেহেরপুর নিউজ

May 06, 2015

মেহেরপুর নিউজ,০৬ মে: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাদক ব্যবসায়ীর বোমা হামলায় পুলিশ ও বোমা নিক্ষেপকারী মাদক ব্যবসায়ী আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী আতিয়ার রহমান কে গ্রেফতার করেছে। এ সময় একটি তাজা বোমা সহ ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর রাতের দিকে কাজিপুর বুড়িপোতা পাড়া এলাকায় এ বোমা হামলার ঘটনা ঘঠে। পীরতলা পুলিশ ক্যম্পের ইনচার্জ এএসআই সুবীর জানান,প্রতিদিনের ন্যায় বুধবার ভোরে কাজিপুর ও বুড়িপোতা এলাকা সড়কের পুলিশ নিয়মিত টহল দেওয়ার সময় কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের কাছাকাছি চলে আসে। পরে পুলিশের পোশাক দেখে তাদের লক্ষ করে মাদক ব্যবসায়ীরা পরপর দুটি বোমা নিক্ষেপ করে। একটি বোমা বিস্ফোরিত হলে বোমা নিক্ষেপকারী আতিয়ার রহমান ও পুলিশ সদস্য আলাউদ্দীন আহত হয়। পরে আহত অবস্থায় আতিয়ার কে গ্রেফতার করা হলেও তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। আহতদের গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, কাজিপুর গ্রামের আছের আলীর ছেলে গ্রেফতারকৃত আতিয়ার রহমান (৪৫) কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতো মধ্যে তার পালিয়ে যাওয়া কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেছে। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,আতিয়ার রহমানের নামে বিস্ফোরক,মাদক ও পুলিশের কাজে বাধাদানে অভিযোগে কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। একই সাথে আতিয়ারের সহযোগীদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।