মেহেরপুর নিউজ,০৫ আগষ্ট:
মেহেরপুরের গাংনীর কাজিপুরে মাদক ব্যবসায়ীদের মাইক্রোবাসে নিহত পুলিশ কনষ্টেবল আলাউদ্দীনের পরিবার কে নগদ ৬ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে।লবার বুধবার ১২ টার দিকে পুলিশ হেড কোয়ার্টারে পুলিশ কনষ্টেবল আলাউদ্দীনের মা মর্জিনা খাতুন ও স্ত্রী পানসী খাতুনের হাতে এ টাকা তুলে দেন মহা পুলিশ পরিদর্শক আইজপি শহিদুল হক। অনুদান প্রদান কালে পুলিশ কনষ্টেবল আলাউদ্দীনের ভাই কে পুলিশ বিভাগে ও স্ত্রী কে অন্য কোন পদে চাকুরী দেওয়ার আশ্বাস দেন মহা পুলিশ পরিদর্শক আইজপি শহিদুল হক। এসময় পুলিশের উদ্ধর্ত্বন কর্মকর্তা সহ গাংনী থানার ওসি তদন্ত মোক্তার হোসেন, আলাউদ্দিনের বড় ভাই ইংরেজ আলী সেখানে উপস্থিত ছিলেন।
গাংনী থানার ওসি তদন্ত মোক্তার হোসেন জানান, আইজিপি মহোদয়ের নিজস্ব তহবিল থেকে ৬ লক্ষ টাকার পাশাপাশি শোকবার্তাও প্রদান করেন। এছাড়া পুলিশ কনষ্টেবল আলাউদ্দীনের পরিবারের পাশে থাকার প্রতিশ্রতিদেন মহা পুলিশ পরিদর্শক আইজপি শহিদুল হক। উল্লেখ্য: গত ২৪ জুলাই রাত ৮ টার দিকে কাজিপুর-হাড়াভাঙ্গা মাঠের মধ্যে মাদক ব্যবসায়ীদের মাইক্রোবাসের চাপায় মারাত্বক আহ সে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১০ টার দিকে মারা যায় পুলিশ কনষ্টেবল আলাউদ্দীন।