মেহেরপুর নিউজ,২৯ জুলাই: মেহেরপুরের গাংনী উপজেলার কাজলা নদীর ওপর বাঁধ দিয়ে মাছ শিকার করায় ৫ গ্রামের অন্তত শতাধিক বিঘা ফসল পানিতে ডুবে রয়েছে। নদীতে বাধ দেওয়ার ফলে পানি প্রবাহিত হতে পারছেনা। একারনে ধান ও পাট সহ কয়েকটি ফসলের ব্যপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। কাজলা নদীতে বাধ দিয়ে মাছ শিকারকারীরা এলাকার প্রভাবশালী হওয়ার কারনে তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। স্থানীয়রা জানান, ধলা, মাইলমারী, নবীনপুর ও তেঁতুলবাড়ীয়া সহ নওয়াপাড়া এলাকার মাঠ থেকে পানি নিস্কাশন ব্যাবস্থা এক মাত্র কাজলা নদী। আর এই কাজলা নদীর ওপর বাঁশের চাটাই দিয়ে সে পানি প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার করছে। নবীনপুরের কৃষক কারিবুল ইসলাম জানান, এ বছর পর্যাপ্ত বর্ষা হচ্ছে, ভারি বর্ষনের ফলে মাঠে ঘাটে পানিতে ভরে আছে । কয়েকজন অসাধু ব্যক্তি নিজের স্বার্থ হসিলের জন্য মাছ ধরতে গিয়ে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করছে। ধলার মাঠ থেকে শুরু করে এ নদীর উপর দিয়ে ৫টি বাঁধ দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সরেজমিনে দেখা গেছে, নওপাড়া গ্রামের নিজাম উদ্দীনের বাড়ির নিচে মাধব আলী ও সিরাজ্লু ইসলাম, ভাটপাড়া গ্রামের মুছাকলিমের বাড়ির নিচে কালুমিয়া বাঁধ দিয়ে মাছ শিকার করছেন। এদিকে বাঁধ দেওয়ার কারনে শিকারিদের হাত থেকে রক্ষা পাচ্ছেনা ছোট মাছ । দ্রত সময়ের মধ্যে এসব বাঁধ অপসারন না করা হলে একদিকে ফসল অন্যদিকে ছোট দেশীয় মাছ বিলুপ্তি ঘটবে। স্থানীয়রা আরো জানায়, কাজলা নদীতে বাঁধ দিয়ে যে মাছর পোনা ধরা হচ্ছে সে মাছ গুলি পানিতে ১৫ থেকে ২০ দিন থাকতে বংশ বৃদ্ধি করে এলাকার মানুষের মাছের চাহিদা প’রণ করবে। এ ব্যপারে গাংনী উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম জানান,গতবছরে ছেওটিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করার কারনে জরিমানা আদায় সহ বাঁধ অপসারন করা হয়েছিল। কাজলা নদীতেও বাঁধ দিয়ে মাছ শিকার করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।