মেহেরপুর নিউজ,০৩ মে:
মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গাংনী উপজেলার করমদি গ্রামে অভিযান চালিয়ে এলাকার শীর্ষ চাঁদাবাজ আব্দুর রহমানকে আটক করেছে। সে উপজেলার রংমহল গ্রামের আব্দুস সামাদের ছেলে। তার বিরুদ্ধে গাংনী থানায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের ৬টি মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে করমদি গ্রামের আব্দুল জলিলের ছেলে সিরাজের একটি নির্মানাধীন বাড়িতে অভিযান চালিয়ে রহমান কে আটক করে। এ সময় সেখান থেকে ১টি বড় রামদা উদ্ধার করেছে পুলিশ। আটক রহমানের নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে চাাদাবাজি ও ছিনতাই চালিয়ে আসছিলো বলে পুলিশ জানান।