মেহেরপুর নিউজ,১৬ ফেব্রুয়ারি:
মেহেরপুরের গাংনী উপজেলার করমদি উত্তরপাড়ার খেদের আলীর পরিত্যক্ত তামাক ঘর পরিস্কার করার সময় ২টি বোমা বিষ্ফোরিত হয়েছে। তবে বিষ্ফোরিত বোমায় হতাহত হয়নি। খবর পেয়ে বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তৌহিদুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে আরোও ৩ টি হাত বোমা ও পেট্রোল বোমা সাদৃশ ৪টি বস্তু উদ্ধার করে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনার ঘটে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
এস আই তৌহিদুল জানায়, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির লক্ষ্যে কেউ গোপেনের পরিত্যক্ত এই তামাক ঘরে বোমা গুলি রেখে যেতে পারে। উদ্ধারকৃত বোমাগুলি গাংনী থানায় জমা দেয়া হবে বলে জানান এস আই তৌহিদুল।