মেহেরপুর নিউজ:
মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন সহ ১০ জন করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৭ টায় এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন ডা; মো: নাসির উদ্দীন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩শ’২৪জন।
করোনা ভাইরাস (কোভিড-১৯)কে উপেক্ষা করে গাংনী উপজেলাবাসীর উন্নয়নের কথা যার সব সময়ের ভাবনা, ধ্যান, জ্ঞান করোনা ভাইরাস করুণা করেনি সেই এমপিসহ পরিবারটিকে! করোনা ভাইরাস নির্মম ভাবে আঘাত হেনেছে পরিবারটিকে। এ বৈশ্বিক সমস্যা থেকে পরিত্রাণ পেতে তিনি দোয়া চেয়েছেন এলাকাবাসীর নিকট।
মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান, কুস্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন ও তার স্ত্রী সন্তান সহ মোট ১০ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তরা হলেন, সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন,স্ত্রী লাইলা আরজুমান বানু শিলা,বড় ছেলে সামিউজ্জামান সাইফ,ছোট ছেলে সামিউজ্জামান সামি,শামিম পারভেজ,জাহিদুল ইসলাম,রাশিদুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের তুহিন রহমান (৩৩) ও মোঃ আজাদ (৫৪) এবং মুজিবনগর উপজেলার আনান্দবাস গ্রামের নজরুল ইসলাম (৫৫) ।
মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ২৪ জনের রিপোর্ট এসেছে যার ১০টি পজিটিভ ও বাকি ১৪ জনের নেগেটিভ রিপোর্ট । নতুন পজিটিভের মধ্যে মেহেরপুর সদর ২ টি, গাংনী উপজেলায় ৭টি এবং মুজিবনগর উপজেলায় ১টি। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া হয়।
আক্রান্তরা নিজনিজ বাড়ি থেকে চিকিৎসা সেবা নেবেন। এছাড়া বিধি অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে।