মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ নভেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া চিৎলা রোডের মাঠের মধ্যে আনারুল ব্রীক ফিল্ডে চাঁদা নিতে এসে গোলাগুলির ঘটনা ঘটেছে। একসময় ভাটা মালিকের গুলির মুখে চাঁদা না নিয়ে পালিয়ে গেছে চাঁদবাজরা।
আনারুল ব্রিকসের মালিক আনারুল ইসলাম জানান, কয়েক দিন যাবৎ স্টার গ্রুপের পরিচয় দিয়ে একটি চাঁদাবাজ চক্র তিন দফায় ২ লাখ ২০ হাজার টাকা দাবী করে আসছে। তারা একটি ভিজিটিং কার্ডে লিখেছে, ভাটা নং -৬, কুষ্টিয়া-যশোর, চাঁদার পরিমান ২ লাখ ২০ হাজার দিয়েছে। সেখানে একটি মোবাইল নং (০১৮৫৯-৯৪১৯৫৩ ) লেখা রয়েছে।
তিনি জানান, চাঁদার টাকা না পেয়ে সোমবার রাত ১১ টার দিকে ঐ চাঁদাবাজ চক্র তার ইটের ভাটায় প্রবেশ করার চেষ্টা করছিল। এসময় চাঁদাবাজদের লক্ষ করে পরপর ৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে চাঁদাবাজরা পালিয়ে যায়। এসময় চাঁদাবাজরা পালিয়ে যায়।
গাংনী থানার ওসি মোক্তার হোসেন সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরো জানান ,চাঁদাবাজদের শনাক্তের চেষ্টা চলছে।