সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ-হাড়িয়াদহ মাঠের এএসবি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এএসবি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫/১৫ (২) ধারা মোতাবেক এএসবি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর-ই- আলম সিদ্দিকী। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী জানান,প্রতিনিয়ত ইটভাটাগুলাের মালিকরা সড়ক দিয়ে গাড়িতে করে মাটি বহন করছে। যার কারণে সড়কে প্রায়ই দূর্ঘটনা ঘটে আসছিল। যা ইটভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করার সামিল। পর্যায়ক্রমে আইন লঙ্ঘন করা ইটভাটাগুলােতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।