মেহেরপুর নিউজ,০৬ আগষ্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রাম থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ ইদ্রীস আলী নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ইদ্রীস আলীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই জালাল উদ্দীন।
গাংনী থানার এএসআই অরিফুল ইসলাম জানান, ইদ্রীস আলী তার বাড়িতে গাঁজা মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়ি থেকে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,ইদ্রীস আলী কে গাংনী থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। ইদ্রীস আলী হোগলবাড়িয়া গ্রামের খেদ আলী মালিথার ছেলে। পুলিশ আরো জানায়, ইদ্রীস আলী একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক বিকিকিনির অভিযোগ রয়েছে।