মেহেরপুর নিউজ,১১ জুন:
অতিরিক্ত মূল্যে নেয়া ও অনিয়মের অভিযোগে মেহেরপুরের গাংনীতে ৩ গার্মেন্টস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত। ভোক্তা অধিকার আইনে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিন্সুপদ পাল এ জরিমানা করেন। এসময় ব্যবসায়ীদের সতর্ক করেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিন্সুপদ পাল বলেন,হিরা বাজারের মালিক সোলাইমানকে ১০ হাজার,টাইলস এন্ড এসএস গ্যালারীর মালিক রেজাউল হক কে ৫ হাজার ও জামান গার্মেন্টস মালিক জামানের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন,মিষ্টি,মাংশ সহ বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। ভুক্তভুগীদের অভিযোগের প্রেক্ষিতে কিছু দোকান মালিককে নজরদারী করা হচ্ছে। যে কোন সময় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার উপস্থিত ছিলেন।