মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারি: মেহেরপুরের গাংনী উপজেলার আনন্দবাস বেড় এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো একই গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে ফরজ আলী(৫৫) এবং তার ছেলে শহিদুল ইসলাম(৩২)। শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সহ তাদের আটক করে। গাংনী থানার ডিউটি অফিসার এএসআই মিজান জানান, আটক বাবা ও ছেলের বিরুদ্ধে বহুদনি ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিেোগ রয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানা গেছে।