গাংনী প্রতিনিধি, ১৯ নভেম্বর:
মেহেরপুরের গাংনীর উত্তরপাড়ায় টাকা লেনদের সময় নগদ ২ লাখ টাকাসহ লিটন শিকদার নামের এক প্রতারককে আটক করেছে গাংনী থানা পুলিশ। সে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বরইহাট গ্রামের বারু শিকদারের ছেলে।
প্রতারক চক্রের দলনেতা লিটন শিকদার দীর্ঘদিন ধরে গ্রামের লোকজনকে কোটিপতি হওয়ার লোভ দেখিয়ে প্রতরণা করে আসছিল বলে গাংনী থানা পুলিশ জানায়।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রতিশ্রুত অর্থ লেনদেনের সময় গাংনীর উত্তরপাড়া থেকে তাকে আটক করে গাংনী থানা পুলিশ।
প্রতরণার স্বীকার হাড়িয়াদহ গ্রামের জানবর আলী মেহেরপুর নিউজকে বলেন, লিটন আমাকে সোনার বল কিনে দেওয়ার কথা বলে ২ লাখ টাকা হাতিয়ে নেয়।
হাড়িয়াদহ গ্রামের ড্রাইভার খোরশেদ আলী বলেন, সে প্রকাশ্যে ফেরিওয়ালা হলেও সে গোপনে এধরনের প্রতারণা করে আসছিল। আমার বিশ্বাস, সে শুধু মেহেরপুর না দেশের বিভিন্ন জেলায় এই কাজটি করেছে।
তবে জানা গেছে, জানবার আলীর ছেলে দেলোয়ার হোসেন ও হাড়িয়াদহ গ্রামের ড্রাইভার খোরশেদ আলীর সহযোগিতায় প্রতারক চক্রটিৱ সদস্যকে ধরা সম্ভব হয়েছে।
গাংনী থানার ওসি ওবায়দুর রহমান জানান, আটক প্রতারক চক্রের সদস্য লিটন শিকদারের বিরুদ্ধে গাংনী থানায় মামলা হয়েছে ।