মেহেরপুর নিউজ,১৩ মার্চ:
হেরোইন সহ তানজিত নামের এক মাদক সেবী কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিকে গাংনী থানার এসআই একরামুল হোসেন গাংনী ডিগ্রী কলেজ রোড থেকে গ্রেফতার করে। এসআই একরামুল হোসেন জানান,চৌগাছা মোল্লাপাড়ার খেজমত আলীর ছেলে তানজিত (১৮) হোরোইন সেবনের জন্য প্রস্তুুতি নিচ্ছে এমন সংবাদের ভিতিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তানজিতের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,হেরোইন সহ গ্রেফতার তানজিতের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।