মেহেরপুর নিউজ,০১ মার্চঃ মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী থেকে ৩ গ্রাম হেরোইন সহ মুক্তাদির আহমেদ কাজল নামের এক মাদকসেবী কে আটক করে পুলিশ। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দী কলেজ চত্বর থেকে মোহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মুক্তাদির আহমেদ কাজলকে আটক করে বামুন্দী ক্যাম্প পুলিশ। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, কাজলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাকে মেহেরপুর আদালতে হাজির করা হবে।