এক ঝলক

গাংনীতে হত্যাকান্ড: ছেলেসহ আটক ৩

By মেহেরপুর নিউজ

April 24, 2019

মেহেরপুর নিউজ, ২৪ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার কল্যানপুর গ্রামে বৃদ্ধ মনোরদ্দিনকে গলাকেটে হত্যার ঘটনায় সন্দেহভাজনকে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো মনোরদ্দিনের ছেলে সিফাত আলী, প্রতিবেশী কাবের আলী ও মুকুল হোসেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ির বারান্দাতে ঘুমিয়ে থাকা অবস্থায় মনোরদ্দিনকে গলাকেটে হত্যা করা হয়। নিহত মনোরুদ্দীন পেশায় লাঙ্গল তৈরী কারিগর ছিলেন। তার পিতার নাম মৃত নিহার ফকির।

স্থানীয় কয়েকজন জানান, নিহত মনোরুদ্দীনকে নিরিহ ও ভালো মানুষ হিসেবে গ্রামের মানুষের কাছে পরিচিতি রয়েছে। পেশায় লাঙ্গল তৈরীর করেন তিনি। এ কারনে এলাকায় তার ব্যাপক পরিচিতি। গ্রামের কিংবা আশেপাশের গ্রামের কারো সাথে তার বিরোধ রয়েছে এমন তথ্য কেউ বলতে পারেননি। তবে কেন এই হত্যাকান্ড ? কীভাবে হত্যা করা হয়েছে? এসব প্রশ্নের তাৎক্ষনিক কোন উত্তর মেলেনি।