বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযােগে যুবদলের ২ নেতাকে অব্যাহতি

By মেহেরপুর নিউজ

January 04, 2025

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী পৌর এলাকার (১নং) বাঁশবাড়ীয়া ওয়ার্ড যুবদলের সভাপতি মফিকুল ইসলাম ও পৌর এলাকার (৩ নং) চৌগাছা ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিপ্লবকে তাদের রাজনৈতিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

গাংনী উপজেলা যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম ও সদস্য সচিব এনামুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাংনী পৌর এলাকার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে একই ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মফিকুল ইসলাম ও একই ঘটনার সাথে জড়িত থাকার অভিযােগে পৌর এলাকার ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিপ্লবকে তাদের পদসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়া হলাে।