গাংনী অফিস, ৬ জুন: ঈদ আনন্দকে ঘিরে মটরসাইকেলের বেপরোয়া ও অসতর্ক ভাবে মটরসাইকেল চালানোর কারণে এ পর্যন্ত ৬ জনের বেশি যুবক ও কিশোরকে চিকিৎসা দিয়েছে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।
বৃহস্পতিবারই সড়ক দুর্ঘটনায় চিকিৎসা নিতে এসেছেন ৬ জন । তারা হলো, গাংনীর মালসাদহ এলাকার আমজাদ হোসেনের ছেলে নাহিদ, হাড়াভাঙ্গা গ্রামের রশিদের ছেলে আযম(১৮), একই গ্রামের ফারুকের ছেলে মারুফ(১৩), ছাতিয়ান গ্রামের জাহাঙ্গীর শেখ এর ছেলে হৃদয় শেখ(২০), কড়ুইগাছি গ্রামের নাজিমুদ্দিনের ছেলে যোসেব উদ্দিন (২৪) ও ঝোরপাড়া গ্রামের মাহাতাবের ছেলে নাইম (১৭)।
সচেতন মহল বলছেন, ঈদের সময়টাতে বেশিরভাগ যুবকরাই গাড়ি চালানোর ব্যাপারে অসচেতন ও অসতর্ক এমনকি বেপরোয়া গতিতে মটরসাইকেল চালিয়ে থাকে ফলে এ দুর্ঘটনা ঘটে থাকে। অভিভাবদের উচিৎ তাদেরকে সতর্ক ও সচেতন করা। কারণ সামান্য ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়।