বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 14, 2024

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে আবু হানিফ নামের এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্কুল ছাত্র হানিফ করমদী গ্রামের বাগানপাড়ার জাহিদ হােসেনের ছেলে ও করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

শনিবার সকালের দিকে গাংনী থানা পুলিশের একটিদল আবু হানিফ এর মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান,আবু হানিফ শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। পরের দিন (শনিবার) সকালে তার পরিবারের লােকজন তাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকতে থাকে। এসময় তার কােন সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখে আবু হানিফের মরদেহ সিলিংফ্যানের সাথে গলায় কাপড় জড়ানাে অবস্থায় ঝুলছে। এসময় পুলিশ খবর দেয়া হয়। আবু হানিফ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা পরিস্কার ভাবে কেউ বলতে পারছেনা।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান,প্রাথমিক ভাবে মনে হচ্ছে আবু হানিফ আত্মহত্যা করেছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।