বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে স্কুল ছাত্রের আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

February 21, 2025

গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে আব্দুল্লাহ আল বাকী (১৪) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। স্কুল ছাত্র বাকী জেলার গাংনী উপজেলার রামনগর গ্রামের মহাসিন আলীর ছেলে এবং  নবম শ্রেণীর ছাত্র। বাকী তার পরিবারের সাথে গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের ভিটাপাড়ায় বসবাস করে আসছিল।

শুক্রবার বিকেলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সে এদিন দুপুরে চৌগাছা ভিটাপাড়ার বাড়িতে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।

স্থানীয়রা জানান,স্কুল ছাত্র বাকী শুক্রবার তার শিক্ষাপ্রতিষ্ঠান গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শেষে দুপুরে বাড়ি ফিরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লােকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কি কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ স্পষ্ট করে বলতে পারছেনা

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।