মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে সামাজিক সংগঠন “সূর্য তরুণ ”এর দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সাদিউজ্জামান সাঈফকে সভাপতি ও ফারহানে হাসনাত নাইমকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সাকিবুর রহমানকে নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে কৌশিক আহমেদ,নাবিল রায়হান নিলয়,যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাকলাইন মুশতাক, আরিফুজ্জামান অনিক, সবুজ আহমেদ সাংগঠনিক সম্পাদক পদে সাকিবুর রহমান, সাদিক মোহাম্মদ বাদশা, তানভির আহমেদ তামিম ,সাব্বির হোসেন, ওমর আল সাকিব ,মোঃ হাসিব এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ফারহানা কানিজ তথাপি।
শনিবার এই সংগঠনটির পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। গত শুক্রবার (২৫শে সেপ্টেম্বর) বিকেলে গাংনীর বাঁশবাড়িয়াতে নিজস্ব কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটি ঘোষণার পাশাপাশি সভায় সংগঠনের আগামীর কর্মপরিকল্পনা নিয়েও ব্যাপক আলোচনা করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি সাদিউজ্জামান সাইফ বলেছেন,সমৃদ্ধশীল দেশ ও সমাজ পরিবর্তনে আমরা জেলার সর্বস্তরের তরুণদের সাথে নিয়ে কাজ করবো।। সূর্য তরুণ শুধু নিজ গন্ডিতে নয় সমগ্র দেশব্যাপী কাজ করবে। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করণ ও অসহায় মানুষের পাশে থাকবে সংগঠনের সদস্যবৃন্দ।
২০২০ সালে মুজিব বর্ষ উপলক্ষে নেওয়া হয়েছে নানা সামাজিক উদ্যোগ। সাধারণ সম্পাদক নাইম বলেন, সংগঠন হবে সম্পর্কের বন্ধন।ভালোবাসা বিনিময় করে কাজ করতে হবে। আগামীর তরুণ সমাজ আমাদের দেশের রত্ন। উল্লেখ্য,এ কমিটির পক্ষ থেকে করোনাকালীন পরিস্থিতিতে অসহায় মানুষের মাঝে ত্রাণ এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।এছাড়াও সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন ও মেডিকেল ক্যাম্প করে অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে।