মেহেরপুর নিউজ, ২১ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার কালিগাংনী গ্রামে পল্টু মিয়া (৩২ ) নামের এক ব্যাক্তির সাপের কামড়ে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাত ১০ টার দিেেক গরমে অতিষ্ঠ হয়ে পল্টুমিয়া বাড়ির পাশের একটি ঈদগাহ মাঠে যায়। সেখানে একটি বিষধর সাপে তাকে কামড় দেয়। পল্টু মিয়া বাড়ির লোকজনকে বিষয়টি জানালে প্রথমে গ্রামের ওঝা দিয়ে ঝাড়ফুক দেয়া হয়। এরপর তার অবস্থা আশংকাজনক হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা । পরে চিকিৎসাধনি অবস্থায় রাতে মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: অলোক কুমার পল্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, বিষ তার শরীরে ছিটিয়ে যাওয়ায় তাকে বাচাঁনো সম্ভব হয় নি।