মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীতে সরকারিভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকে গম ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ মে) বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ খাদ্য গুদামে সরাসরি কৃষকেদর কাছ থেকে গম ক্রয় করে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে গম ক্রয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা খাদ্য অফিসার আয়েশা খাতুন, উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন আহমেদ, উপজেলা খাদ্য গুদামের ওসিএলএসডি মতিয়ার রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
গাংনী উপজেলায় চলতি গম ক্রয় মৌসুমে ১১ শ ২০ টাকা মূল্যে এক হাজার ৮৪৭ মেট্রিক টন গম ক্রয় করা হবে বলে জানা গেছে।