মেহেরপুর নিউজ,২৩ মে:
মেহেরপুরের গাংনী উপজেলায় কৃষকের নিকট থেকে সরকারিভাবে সরাসরি ধান সংগ্রহের শুরুর দিনে দু’পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।
বুধবার দুপুরে প্রকৃত কৃষকের নিকট থেকে সরাসরি ধান সংগ্রহের শুভ সুচনা করেন জেলা প্রশাসক আতাউল গনি।
১হাজার ৪০ টাকা প্রতি মণ ধান সংগ্রহের শুভ সুচনা করার সময় জেলা প্রশাসক বলেন, কৃষক ভাইয়েরা যেন তাদের ধানের ন্যায্য মুল্য থেকে কোনভাবে বঞ্চিত না হন সেদিকে আমাদের প্রশাসন কড়া দৃষ্টি রাখবে। মধ্যস্বত্যভোগিরা যাতে এখানে কোন প্রকার সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারিদের।
এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণুপদ পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাবুদ্দিন সহ খাদ্য কর্মকর্তা ও স্থানীয কৃষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিৎ ছিলেন।
এদিকে ধান সংগ্রহ সুচনা কার্যক্রম শেষে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে ধান সংগ্রহ নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এর একপর্যায়ে কিছুটা হাতাহাতিও হয়।
এসময় পৌরযুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম ও মেহেরপুর জেলা মটরশ্রমীক ইউনিয়নের লাইন সম্পাদক মনিরুল ইসলাম মনির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত গড়াই।
এসময় পৌর কাউন্সিলর মিজানুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল সহ দু’পক্ষের লোকজন উপস্থিৎ ছিল।
পরে সেখানে পুলিশ উপস্থিৎ হলে পরিস্থিতি শান্ত হয় এবং শ্রমীক নেতা মনি ও জুয়েল সহ অন্যান্য নেতা কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মেহেরপুর -২(গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন বলেন, কৃষককে ফাকি দিয়ে কোন প্রকার মধ্যস্বত্যভোগির সুবিধা সহ্য করা হবেনা। আমার কৃষক সরাসরি তার ধান সরকারের কাছে বিক্রয় করবে এতে কারর মাতব্বরি চলবেনা।
তিনি আরো বলেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা আছে প্রকৃত কৃষক ধান দিতে পারছে কিনা এ বিষয়ে কোন প্রকার সন্দেহ হলে সে ব্যাক্তির ধান সংগ্রহ করা স্থগিত থাকবে পরে তদন্তে যদি প্রকৃত কৃষকের ধান হয় তবেই সে ধান সংগ্রহ করতে হবে।
এমপি খোকন বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলার সকল জনগন সহ বিশেষ করে কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য ন্যায্য মুল্যে ধান ক্রয় কার্যক্রম চালু করেছেন এখানে মধ্যস্বত্বভোগিদের কোন ভাবেই বরদাশ্ত করা হবেনা। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।