তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে বছর ব্যাপী অপেক্ষার পর মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। ধূপ, ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হলেন দেবী দুর্গা। মণ্ডপ আর মন্দিরগুলো ভক্তদের আরাধনায় মুখরিত হয়ে উঠেছে।
পঞ্জিকা অনুযায়ী আজ দেবীর ষষ্ঠী রাত ৮টা থেকে ৯টার মধ্যে।দুর্গাদেবীর ষষ্ঠীর ঘট বসবে ও পূজা অনুষ্ঠিত হবে। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত কুমার পাত্র বলেন, মন্দিরে দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে। সূচি অনুযায়ী পুরোহিত ষষ্ঠী পূজা সম্পন্ন করবেন। আজ আসনে অধিষ্ঠিত হয়েছেন দেবী দুর্গা। এ উপজেলায় মোট ২২টি পূজা মন্ডপ অনুষ্ঠিত হয়েছে। পূজা মণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি।
হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। হিন্দু ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তিনি। করোনাভাইরাস মহামারীতে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান। তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। সন্ধ্যা আরতির পর করণা মহামারীর কারণে বন্ধ থাকবে মণ্ডপ। এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন দাস, অমরেশ পাত্র, চিত্তরঞ্জন পাত্রসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
হিন্দু ধর্মালম্বীরা যাতে দুর্গোৎসব সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য উপজেলা প্রশাসন বিশেষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রত্যেকটি পূজা মন্ডবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত রয়েছেন। সেই সাথে ভ্রাম্যমাণ টিমও রয়েছে।