মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে গাংনী উপজেলা পর্যায়ে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারক , জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানীসহ গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।