সাহাজুল সাজু :
প্রধানমন্ত্রী ঘােষিত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের কিডস অল এ্যালাউন্স (ভাতা সমূহ ) পােশাক,স্কুল ব্যাগ,জুতাসহ শিক্ষা সামগ্রী বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা শিক্ষা অফিসের সহযােগিতায় মতবিনিময় সভার আয়ােজন করে সেবা ডিজিটাল লিমিটেড ঢাকা। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা শিক্ষা অফিসার মাে: আলাউদ্দীন।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন। সভায় প্রধান আলােচক ছিলেন সেবা ডিজিটাল লিমিটেড-ঢাকা’র ব্যবস্থাপনা পরিচালক তােফাজ্জেল হােসেন মােল্লা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। সভাটি পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাজাহান রেজা। সভায় অংশগ্রহণ করেন গাংনী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সভার শুরুতে পবিত্র কােরআন থেকে তেলাওয়াত করেন কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব। এর আগে অতিথিবৃন্দ সভাস্থলে পৌঁছালে,তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন যথাক্রমে-শিক্ষিকা মঞ্জুয়ারা খাতুন,খাদিজা খাতুন ও নাসিমা খাতুন।