বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির পরিচিতি সভা

By মেহেরপুর নিউজ

December 14, 2024

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাংনীর বাঁশবাড়িয়াস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সাবেক আহবায়ক ও মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক। সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি ও লুৎফুন্নেছা (গােপালনগর) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হােসেন, নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু।

এসময় বক্তব্য রাখেন,কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাতে সমিতির কার্যালয়ে উপস্থিত হন,বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যতম সাবেক নেতা ও জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গােলাম মােস্তফা,গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকবৃন্দ।