বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

By মেহেরপুর নিউজ

December 16, 2024

 গাংনী প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সােমবার প্রথম প্রহরে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১বার তােপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

পরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।