বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 14, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে গাংনী উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গাংনী উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযােদ্ধা সংসদ,গাংনী থানা পুলিশ,গাংনী পৌরসভাসহ বিভিন্ন সরকারি,বে-সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোত্তালিব আলী।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন,গাংনী থানার ওসি বানী ইসরাইল,গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা,উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানের সবশেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। মােনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম জাহিদ হোসেন।