গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে চৌগাছা ইয়াং স্টার ক্লাব আয়োজিত শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে গাংনী উপজেলার করমদী ফুটবল একাদশকে হারিয়ে বাদিয়াপাড়া মহব্বতপুর ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ জয়লাভ করেছে।
সোমবার বিকেলে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাদিয়াপাড়া মহব্বতপুর ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ ৫-১ গোলে করমদি ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় বাদিয়াপাড়া মহব্বতপুর ফুটবল দলের মিরাজ (৭নং জার্সি পরিহিত) ১ম গোলটি করেন। পরে দূর থেকে শট করে আশা (জার্সি নং-১০) ২য় গোল করেন। আবারও মিরাজ ৩য় গোল করেন। খেলার দ্বিতীয়ার্ধের সময় মিরাজ ও তামিম গোল করলে বাদিয়াপাড়া ৫ শুন্য গোলে এগিয়ে থাকে। খেলার শেষ বাঁশি বাজার আগে করমদী একাদশের বদলী খেলোয়াড় ১টি গোল পরিশোধ করেন।
টুর্ণামেন্টের আয়ােজনে সভাপতিত্ব করেন চৌগাছা ইয়াং স্টার ক্লাবের সভাপতি সাফায়েত হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমি ফাইনাল খেলার উদ্বোধন ঘােষণা করেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহা। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন,গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটী ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু,বিশিষ্ট ক্রীড়া সংগঠক-ক্রীড়াবিদ ও গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ক্রীড়া সংগঠক সুলেরী আলভী, আসাদুল হক আশা,ক্রীড়া ব্যক্তিত্ব মশিউর রহমান বাজু, যুবদল নেতা সাহিবুল ইসলাম , গাংনী পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক আক্তারুজজামান, গাংনী এলজিইডি অফিসের কর্মকর্তা বিশিষ্ট খেলোয়াড় আসাদুল ইসলাম আসাদ প্রমুখ।
খেলা পরিচালনা করেন, বাফুফে’র প্রশিক্ষকপ্রাপ্ত রেফারী (প্রধান রেফারী) আব্বাস আলী, সহকারী রেফারী আরাফাত হোসেন বিপ্লব,মনিরুল ইসরাম মনি ও সাইফুল ইসলাম টুটুল। খেলায় ধারাভাষ্য প্রদান করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক , ক্রীড়াবিদ সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম , সুলেরী আলভী , সাবেক খেলোয়াড় আসাদ প্রমুখ।
ঐতিহ্যবাহী গাংনী ফুটবল মাঠের চারিদিকে নানা বয়সী হাজার হাজার দর্শক শ্রোতা খেলা উপভোগ করেন। প্রমীলা দর্শকরাও ছাদে বসে খেলা উপভোগ করেন।