আইন-আদালত

গাংনীতে লিচু বাগানে হত্যা মামলায় এক নারী আসামী প্রেফতার

By মেহেরপুর নিউজ

November 20, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে লিচু বাগান দখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের দুই জন নিহত মামলায় আকলিমা খাতুন নামের আরো এক নারী আসামীকে গ্রেফতার করেছে গাংনী ও সদর থানা পুলিশ। সদর থানা পুলিশের সহায়তায় সদর উপজেলার সিংহাটী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আকলিমা খাতুন সিংহাটী গ্রামের লিটন হোসেনের স্ত্রী। এজাহার ভুক্ত ১০ জন আসামী মামলার কয়েকজন আসামীকে ইতোমধ্যেই অত্যান্ত বিচক্ষণতার সাথে গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। কয়েকজন আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করেছেন। সাধারণ মানুষকে হয়রানী ছাড়া অত্যান্ত বিচক্ষণতার সাথে আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করায় এলাকারবাসী পুলিশ বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসের ১৬ তারিখ শনিবার সন্ধ্যায় গাংনী উপজেলার কাজিপুর গ্রামে একটি লিচু বাগান দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের দুইজন নিহত হন। নিহতরা হলেন, কাজিপুর গ্রামের কবিরের ছেলে ইসমত কবির ডাবলু (৪০) ও একই গ্রামের সাহেবনগর গ্রামের সেকেন সরদারের ছেলে সানারুল ইসলাম (৩৮)। ঘটনার পরের দিন ১৭ মে তারিখে কাজিপুর গ্রামের খবিরউদ্দিনের স্ত্রী ইসলামা খাতুন (৬০) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৬, তারিখ ঃ ১৭/০৫/২০২০ ইং। ধারা- ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২, ৩৪, ৫০৬, ১১৪ ও ১০৯।