তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী স্বনামধন্য লাইসিয়াম মাধ্যমিক বিদ্যালয় বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌর এলাকা চৌগাছা গ্রামের লাইসিয়াম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বই বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
বছরের প্রথম দিনেই সরকারি নির্দেশনায় এ নতুন বই পেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা খুবই আনন্দ প্রকাশ করেছে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আঃ কাদের সবুজ, কাজিপুর কলেজের অধ্যক্ষ মোকাদ্দেস আলীসহ বিদ্যালয়ের অন্যান্য সহকারি শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।