আইন-আদালত

গাংনীতে লকডাউন ভঙ্গকারীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

By মেহেরপুর নিউজ

June 28, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে লকডাউন ভঙ্গ করে দােকান-পাট খুলে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

সােমবার বিকেল ৪ টা থেকে রাত ৯টা পযর্ন্ত গাংনী পৌরসভা,গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর, বাওট, ছাতিয়ান গ্রাম,বামন্দী শহর,বামন্দী ইউনিয়নের তেরাইল, সাহারবাটী ইউনিয়নের জোড়পুকুরিয়া, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি,দেবিপুর, ঝােড়াঘাট,ভরাট, ধানখোলা ইউনিয়নের চিৎলা বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় লকডাউন ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার অপরাধে তিন প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় তিন প্রতিষ্ঠানের মালিককে ২৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান,লকডাউন ভঙ্গ করে দােকান-পাট খুলে রাখার অপরাধের কারণে দােকান মালিকদের জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।