মেহেরপুর নিউজ, ০২ মে:
প্রায় ৯৬ লক্ষ টাকা ব্যায়ে রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে এলাকাবাসির ক্ষোভের মুখে পড়েন মেহেরপুরের গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার সকালে গাংনী পৌর এলাকার ২ নং ওয়ার্ড শিশিরপাড়ায় এ ঘটনা ঘটে। রাস্তা নির্মানের শুরু থেকে অনিয়মের অভিযোগ করে আসছে ঐ এলাকার সাধারণ লোকজন। তারা পৌর মেয়রের কাছে বার বার অনিয়মের কথা জানালেও তিনি স্থানীয়দের কথায় কোন গুরুত্ব না দিয়ে ব্যাপক দূর্নীতির মাধ্যমে রাস্তা নির্মাণ করছেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন এলাকাবাসি। এলাকাবাসি অভিযোগ করেন ৯৬ লক্ষ টাকা ব্যায়ে প্রায় ২ কি.মি. পাকা রাস্তা নির্মাণ কাজ চলছে। অথচ রাস্তা নির্মাণের শুরু থেকে নিম্ম মানের ইট খোয়া বালু ব্যাবহার করে আসছে। এসব অনিয়মের কথা জানালে এলাকাবাসির প্রতি ক্ষিপ্ত হন সংশ্লিষ্টরা।
গত বুধবার রাস্তায় বিটুমিন দিয়ে পাকা করণ করা হয়। রাস্তা পাকা করার সময় পূনরায় এলাকাবাসি অনিয়মের অভিযোগ তুলে প্রথমে ঐ ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানকে জানান। তিনি এলাকাবাসিকে কাজটি বুঝে নেওয়ার জন্য আশ্বস্ত করেন। পরের দিন বৃহস্পতিবার রাস্তায় কাজ শুরু হলে এলাকাবাসি কাজে অনিয়ম দেখে তারা কাজটি বন্ধ করে দেন এবং সঠিক নিয়মে কাজ করার দাবি করেন। সে সময় পৌরমেয়র আশরাফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিৎ হন এবং তিনি স্বীকার করেন কাজে অনিয়ম হয়েছে এবং স্থানীয়দের আশ্বস্ত করে বলেন কাজ এখান থেকে সঠিকভাবে করা হবে। কিন্তু এলাকাবাসির দাবি রাস্তা যেখান থেকে অনিয়ম হয়েছে সেখান থেকে সঠিকভাবে করতে হবে এনিয়ে মেয়রের সাথে এলাকা বাসির উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়।
এদিকে জানতে চাইলে মেয়র আশরাফুল ইসলাম বলেন কাজ সঠিক নিয়মেই হচ্ছে। এখন কেউ যদি সাবল দিয়ে রাস্তা উপড়ে ফেলে তাহলে আমাদের কিছু করার নেই। তাছাড়াও কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছে জানতে চাইলে তিনি বলেন কুষ্টিয়ার কোন এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে এ মমুহুর্তে মনে আসছেনা। তিনি এও জানান যে পর্যন্ত কাজ হয়েছে সে পর্যন্তই কাজটি থাকবে বাকি কাজ ল্যাপ্স করে দিয়ে পূণঃরায় টেন্ডার আহবান করা হবে।