গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা-গাঁড়াবাড়িয়া গ্রামের মাঠে মফিজুল ইসলাম নামের এক কৃষকের ২ বিঘা জমির ফুলকপি ও বেগুন রাতের আঁধারে কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতের কােন এক সময় গাঁড়াবাড়িয়া গ্রামের শহিদুল হকের ছেলে মফিজুল ইসলামের জমিতে এ ঘটনা ঘটনায় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ কৃষক মফিজুল ইসলাম জানান,আমার শরিকানা সূত্রে আমার নানার জমি আমার মা পায়। এবং ওই জমি আমরা দীর্ঘ বছর চাষাবাদ করে আসছি। এ জমি আমার খালা তার নিজের নামে রেজিস্ট্রি আছে,এমন দাবি করে তার ছেলে রাজিব হােসেনকে দিয়ে ভাড়াটিয়া লােকজন নিয়ে প্রায়ই হুমকি দিয়ে আসছিল। এ জমি নিযে ৫বছর যাবত মেহেরপুর কাের্টে মামলাও চলছে। তারপরও রাজিব ও তার বাবা আজগর আলী তাদের লােকজন নিয়ে রাতের আঁধারে আমার ২ বিঘা জমির ফুলকপি ও বেগুন গাছ কেটে তছরুপাত করেছেন।
এবিষয়ে রাজিব হােসেন এর পরিবার জানায়,প্রতিহিংসাবশত: মফিজুল আমাদের নামে মিথ্যা অভিযোগ করছেন। আমাদের ফাঁসানাের জন্য কােন তৃতীয় পক্ষের মানুষ কপি ও বেগুন কেটে থাকতে পারে।