টপ নিউজ

গাংনীতে যুবলীগ নেতার বিরুদ্ধে আ’লীগের ডাকা প্রতিবাদ সমাবেশ স্থগিত জানাতে সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

April 19, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা প্রতিবাদ সমাবেশ সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থগিত করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় ডাকা প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন বলেন, আমি ১৮ বছর গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছিলাম। রাজনৈতিক কর্মকাণ্ডে মুগ্ধ হয়েই প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দেন। প্রধানমন্ত্রীকে আমি গাংনী আসনটি উপহার দিয়েছি। গত ১০ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শতভাগ কাউন্সিলরদের সমর্থনে আমি পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছি। মাদকাসক্ত, সুযোগ সন্ত্রাসীরা দুর্নীতি করার সুযোগ না পাওয়াতে আমার ও দলের অন্যান্য নেতাদের নামে অপপ্রচার করছেন। সর্বশেষ সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন গুলি ছুড়েন। এ ঘটনায় পুলিশ তাকে থানায় নেয়।

মোশাররফের বিরুদ্ধে আওয়ামীলীগ ও স্থানীয়রা ফুঁসে ওঠে। আওয়ামী লীগ ও স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় গাংনী বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছিল। অপরাধকারি মোশাররফের বিরুদ্ধে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। আর কোন অঘটনা ঘটাবে না এ শর্তে মোশারফকে মুচলেখার মাধ্যমে প্রশাসনের কাছ থেকে জিম্মায় নিয়ে ছাড়িয়ে নিয়ে যান গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী । আইনশৃঙ্খলা বর্তমান শান্ত রয়েছে। যার কারণে মঙ্গলবার সন্ধ্যায় ডাকা প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মুকুল,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, শামসুজ্জামান মঙ্গল,সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক,গাংনী পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, যুবলীগ নেতা রাহিবুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সিপুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।