মেহেরপুর নিউজ,৩০ মে: মেহেরপুরের গাংনীতে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে হামলা চালিয়েছে যুবলীগের কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এসময় অতর্কিত হামলা চালিয়ে আসবাব পত্র ভাংচুর করে ইফতার মাহফিল পন্ড করে দেয়। হামলায় পৌর বিএনপির সাবেক সভাপতি ইনসারুল হকসহ অন্তত ৫ জন আহত হয়েছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা পালিয়ে যায়। তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্রো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল করা হয়। শান্তিপর্নভাবে আমাদের ইফতার মাহফিল প্রায় শেষ হচ্ছিল। এমন সময় যুবলীগ কর্মী মোতালেব, রফিক, জসিম ও ফরিদের নেতৃত্বে ৮/১০ জনের একটি ক্যাডার বাহিনী এসে অতর্কিত হামলা চালায়। আমরা এ হামলার তিব্র নিন্দাসহ হামলাকারীদের আটক করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন জানান, যুবলীগ কর্মীরা হামলা চালিয়ে মিলাদ মাহফিল পন্ড করেছে। এসময় বেশ কিছু চেয়ার ও আসবাব পত্র ভাঙচুর করেছে। এ ধরণের ফ্যাসিবাদি হামলার তী্ব্র নিন্দা জানান তিনি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।