বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে যুবদল নেতা চপল বিশ্বাসের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

December 05, 2024

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী মালেক হোসেন চপল বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। তিনি স্ট্রোকজনিত কারণে কুষ্টিয়া মান্নান হার্ট এন্ড জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চপল বিশ্বাস গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে ও বামন্দী বাজারের একজন রড-সিমেন্ট ব্যবসায়ী। চপল বিশ্বাসের বড় ভাই বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়,বুধবার দিবাগত রাত ৮ টার দিকে চপল বিশ্বাস হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এসময় তাকে কুষ্টিয়া মান্নান হার্ট এন্ড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার জানাজা শেষে বামন্দী-নিশিপুর কেন্দ্রীয় গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়।

এদিকে,যুবদল নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু,গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মােরাদ হােসেন, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দাল হক,বিএনপি নেতা সুরেলী আলভীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শােক প্রকাশ করেন ।