সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলা শহরে করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতার লক্ষে গণপরিবহনে অতিরিক্ত যাত্রি বহনকারি ও মাস্কবিহীন পথচারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
অভিযানের এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকটি যাত্রীবাহি বাস ও অন্যান্য যানবাহনের মালিককে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনব্যাপি এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাংনী উপজেলা প্রশাসন।
পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুর-ই-আলম সিদ্দিকী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা বাসস্ট্যান্ডে যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।